ডোমেইন নেম কী | What is Domain Name

 ডোমেইন নেম কী - আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হল ডোমেইন নিয়ে মূলত ডোমেইন কাকে বলে বা ডোমেইন কি আর ডোমেইন কিভাবে কাজ করে । এই বিষয়ের উপর চেষ্টা করব আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য তাই সম্পূর্ণ পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন।


What is Domain Name

গুগলে অনেকেই এই বিষয়টি জানতে চান যে ডোমেইন নেম কি মূলত একটি ইংরেজী শব্দ যার বাংলা হল ঠিকানা আপনি যদি সহজ ভাষায় বুঝতে চান আর এই ধরনের ঠিকানা মূলত ইন্টারনেটের ব্যবহার করা হয়ে থাকে। আপনার নির্দিষ্ট একটা ঠিকানা উপর ভিত্তি করে আপনি ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন । তাই বলা চলে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের নাম  ডোমেইন।


উদাহরণস্বরূপ বলা যায় আপনি এখন আমার ওয়েবসাইটে এসে কন্টেন পড়ছেন সেখানে আসার জন্য আপনার কাছ থেকে নির্দিষ্ট ঠিকানার প্রয়োজন পড়েছে।  যেমন ঠিকানাটি হলো www.banglait.xyz  এই যে নির্দিষ্ট একটা ঠিকানা এই নির্দিষ্ট ঠিকানায় হল একটি ডোমেইন।

ঠিকানা ছাড়া আপনি যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন না ঠিক তেমনি ভাবে আপনি ঠিকানা ছাড়া কোন ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না।

ডোমেইন এর কাজ কি

ডোমেইন নেম কেন ব্যবহার করা হয় বা এর কাজ কি আসলে আপনি যদি এ বিষয়টি জানতে চান তাহলে পুরো বিষয়টি আপনাকে বুঝতে হবে। প্রথমত আপনি যদি একটু চিন্তা করেন সারাবিশ্বের কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড হয় একটি গ্লোবাল নেটওয়ার্ক ক্যাবলের মাধ্যমে যাকে আমরা ইন্টারনেট হিসেবে জানি।


আর প্রতিটি কম্পিউটার কে আইডেন্টিফাই করার জন্য একটি করে ইউনিক আইপি ব্যবহার করা হয়।আর আইপি সংখ্যাটা একটু বড় হয়ে থাকে যার কারণে মনে রাখতে কষ্ট হয়।উদাহরণস্বরূপ বলা যায় 192.157. 1.96 হল একটি আইপি অ্যাড্রেস এর উদাহরণ। তাহলে খুব সহজেই বোঝা যায় যে এই আইপি এড্রেসটি মনে রাখা একটুও কষ্ট দায়ক ব্যাপার।আর তার জন্যই এই ডোমেইন নামের ব্যবস্থা করা হয়েছে যাতে খুব সহজে আপনি মনে রাখতে পারেন এবং পরবর্তী সময়ে আপনি সেখানে ভিজিট করতে পারেন। 


ডোমেইন এর কাজ মূলত খুব সহজেই ওয়েবসাইটকে সনাক্ত করা । এই পৃথিবীতে যত ওয়েবসাইট রয়েছে তার প্রত্যেকটি আলাদা আলাদাভাবে চিহ্নিত করার জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে এই ডোমেইনের।


টপ লেভেল ডোমেইন কি

গুগোল অনেকেই এই বিষয়টিও জানতে চান যে টপ লেভেল ডোমেইন কি। আপনি যদি সহজ ভাষায় বুঝতে চান তাহলে  internet domain extension এরমধ্য সবচেয়ে বেশি পান যে এক্সটেনশন গুলির রয়েছে সে গুলোকে মূলত ধরা হয় টপ-লেভেল ডোমেইন হিসেবে। টপ লেভেল ডোমেইন গুলো যেমন সাধারণ মানুষ বেশি আকারে ব্যবহার করেন ঠিক তার জন্য গুগল এই ডোমেইন এক্সটেনশন গুলিকে অনেক গুরুত্ব সহকারে দেখে । আলাদাভাবে আপনার সার্চ ইঞ্জিনে রেঙ্ক দিয়ে থাকে।

আর আপনি যদি কখনও ইন্টারনেটে ওয়েবসাইট বানানোর কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনি টপ লেভেল ডোমেইন ব্যবহার করবেন।


কান্ট্রি ডোমেইন কি?

গুগলের ব্যাপারটিও অনেকে সার্চ করেন যে কান্ট্রি লেভেল ডোমেইন কি? কান্টি লেভেল ডোমেইন বলতে আমরা যদি সহজ ভাবে বুঝি সেটি হল কোন দেশের Two letter ISO code এর উপরে নামকরণ করা হয়ে থাকে।

আপনি যদি নির্দিষ্ট কোন দেশকে টার্গেট করে কোন ওয়েবসাইট তৈরি করতে চান । সে ক্ষেত্রে সবচাইতে ভালো হবে এই কান্ট্রি লেভেল ডোমেইন গুলো ব্যবহার করা । অর্থাৎ ওই দেশের যে এক্সটেনশন রয়েছে সেটি ব্যবহার করা । উদাহরণস্বরূপ ধরতে পারেন যদি আপনি বাংলাদেশে টার্গেট করে কোন ওয়েবসাইট তৈরি করেন তাহলে আপনি ডট বিডি ( .bd) ব্যবহার করবেন।

এখানে ডটবিডি হল একটি কান্ট্রি লেভেল ডোমেইন অর্থাৎ ডট বিডি বলতেই বাংলাদেশকে বুঝানো হয়েছে। ঠিক এমন ভাবেই প্রতিটি দেশের জন্যই যেই এক্সটেনশন গুলো তৈরি করা হয়েছে এগুলোই মূলত কান্ট্রি লেভেল ডোমেইন।


সারা বিশ্বের সকল আইপি এড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান ?

সারা পৃথিবীর যত আইপি অ্যাড্রেস এবং যত ধরনের ডোমেইন এক্সটেনশন রয়েছে এগুলো যারা পরিচালনা করে সেই সংগঠনের নাম হল Internet Assigned Numbers Authority (IANA)। আর এই সংগঠনটি মূলত নন প্রফিট একটি কর্পোরেশন।

ডোমেইন নেম এ www থাকে কেন

ডোমেইন নামের পূর্বে আপনাকে যে www ব্যবহার করতে হবে এটি আসলে কোনো বাধ্যতা মূলক বিষয় নয় । কিন্তু কেন আসলে এই www ব্যবহার করা হয় এটির একটি কারণ আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে কোন ঝামেলা ছাড়া আপনি ওয়েবসাইট ভিজিট করতে পারবেন । www এর মানে হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ।


ডোমেইন নেম অদ্বিতীয় ব্যাখ্যা কর

ডোমেইন নেম অদ্বিতীয় আসলে কি বলা হয়? এর সহজ উত্তর হলো আপনি কখনোই একটি ডোমেইন এর দুটি ওয়েবসাইট দেখতে পাবেন না। ডোমেইনের নাম অনুসারে আইপি অ্যাড্রেস হয়ে থাকে এবং সেই ip-adress ধরে কিন্তু আমরা নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করি।

এখন যদি দুটি ওয়েবসাইটের নাম একই হয়ে থাকে।  তাহলে তার আইপি অ্যাড্রেস একই  হবে আর যখনই আমরা ইন্টারনেটে নির্দিষ্ট আইপি লিখে সার্চ করব সার্চ ইঞ্জিন নিজেও বুঝবেন যে কোন ওয়েবসাইটে সে আমাদেরকে দেখাবে। যার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে । আর এজন্যই প্রতিটি ডোমেইনের আইপি আলাদা আলাদা হয়ে থাকে আর যার জন্যই বলা হয়ে থাকে ডোমেইন নেম অদ্বিতীয়।

জাপান দেশের নামের ডোমেইন কোনটি

.jp হল জাপানের জন্য ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (ccTLD)। এটি জাপান রেজিস্ট্রি পরিষেবা দ্বারা পরিচালিত হয়। প্রতিষ্ঠার সময় .jp ডোমেইন, ডোমেনটি JPNIC দ্বারা পরিচালিত হয়েছিল, জাপানে ইন্টারনেটের জন্য একটি প্রযুক্তিগত সংস্থা হিসাবে তাদের ভূমিকার অংশ হিসাবে।

শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম কি

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আসলে কোন ডোমেইন ব্যবহার করা হয় এটি লিখে অনেকেই গুগলে সার্চ করেন তৈরির সহজ উত্তর হল আপনার .edu এক্সটেনশন ব্যবহার করা হয়ে থাকে।

যোগ্যতা: 29 অক্টোবর, 2001 থেকে, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের জাতীয়ভাবে স্বীকৃত। স্বীকৃত সংস্থার তালিকায় একটি সংস্থার দ্বারা প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত পোস্ট-সেকেন্ডারি প্রতিষ্ঠান এবং সংস্থাগুলিই একটি এডু ডোমেনের জন্য আবেদন করার যোগ্য৷


আশা করি আজকের এই পোস্টে আপনারা ডোমেইন কি? ডোমেইন কি কাজে লাগে আরো বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এরপর যদি আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই পোষ্টের নিচে কমেন্ট করে জানাবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url