Mobile Banking DBBL | রকেট মোবাইল ব্যাংকিং

 Mobile Banking DBBL ( রকেট মোবাইল ব্যাংকিং) - ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই ব্যাংকটি সবচেয়ে বেশি শ্রমজীবী মানুষের কাছে প্রিয় বর্তমান পেক্ষাপটে। আজকে কথা বলব ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আর এই মোবাইল ব্যাংকিং সেবায় তারা যে নামটি ব্যবহার করেছে সেটি হলো রকেট । ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে রকেট অনেক এগিয়ে রয়েছে।





Mobile Banking DBBL (Rocket Mobile Banking)


ডাচ বাংলা ব্যাংক তাদের যে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে সেটির নাম দিয়েছে রকেট । রকেটের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের পেক্ষাপটে যেসকল ডিজিটাল পেমেন্ট সিস্টেম রয়েছে বলা চলে সকল কার্যক্রমে রকেটের মাধ্যমে আপনি সম্পূর্ণ করতে পারবেন।

বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা চালু হয় 2011 সালে তারমধ্য রকেট একটি।  বিল পেমেন্ট, অনলাইন পেমেন্ট, ক্যাশ ইন, ক্যাশ আউট, এটিএম ক্যাশ আউট, মানি ট্রান্সফার, ইত্যাদি সেবা আপনি নিতে পারবেন রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ।

রকেট এর পূর্ব নাম ছিল ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং এবং ২০১৬ সালে নাম পরিবর্তন করে রকেট রাখা হয়। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং এর ‍ডিজিটাল সেবা নিয়ে আসে।

রকেট মোবাইল ব্যাংকিং চার্জ

আপনি যদি রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করে থাকেন তাহলে কি পরিমাণ চার্জ আপনার থেকে নেওয়া হবে সেটি আমি নিচে তুলে ধরছি।


DBBL Rocket Cash Out Charge:-

এজেন্ট পয়েন্ট ১.৮০%

ডাচ-বাংলা ব্যাংক ০.৯০%

ফাস্ট ট্র্যাক ০.৯০%

DBBL Rocket Cash-In Charge:-

এজেন্ট পয়েন্ট ফ্রি

ডাচ-বাংলা ব্যাংক ফ্রি

ফাস্ট ট্র্যাক ফ্রি


অন্যান্য সেবা চার্জ:-

রকেট হতে ব্যাংক কিংবা কার্ডে টাকা ট্রান্সফার .৯০%

রেজিস্ট্রেশন ফি ফ্রি

সেন্ড মানি (পিটুপি) ফ্রি

ব্যাংক হতে রকেটে টাকা ট্রান্সফার ফ্রি

ভাতা / বেতন গ্রহন ফ্রি

টপ-আপ (মোবাইল রিচার্জ) ফ্রি

ব্যালেন্স চেক ফ্রি

স্টেটমেন্ট চেক ৩ টাকা

মাচেন্ট পেমেন্ট ফ্রি

রেমিটেন্স গ্রহন ফ্রি

রকেট মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার ( Rocket helpline)

 রকেট মোবাইল ব্যাংকিং একাউন্ট সম্পর্কিত যেকোন রকমের তথ্য কিংবা সমস্যার সমাধান 24 ঘন্টা আপনি যদি পেতে চান তাহলে 16216 এই নাম্বারে কল দিন।

আপনি ডাচ বাংলা ব্যাংকের রকেট মোবাইল ব্যাংকিং সেবার যদি একজন গ্রাহক হয়ে থাকেন বা হতে চান । তাহলে ডাচ বাংলা ব্যাংকের যাবতীয় যে কার্যক্রম সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে খুব সহজেই হেলপ্লাইন বা কাস্টমার কেয়ার এর মাধ্যমে আপনি জানতে পারবেন।  এছাড়াও আপনি রকেট মোবাইল ব্যাংকিং এর যাবতীয় সমস্যা কিভাবে সমাধান করবেন সেটি জানতে পারবেন । তাই অবশ্যই আপনার হেল্প লাইন নাম্বারটি জেনে রাখা উচিত । 



Rocket App

মোবাইল ব্যাংকিং সেবা খুব সহজে করার জন্য ডাচ বাংলা ব্যাংক রকেটের নিজস্ব অ্যাপস তৈরি করেছে। আপনি চাইলেই খুব সহজে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রকেট লিখে। এরপর আপনি খুব সহজেই রকেটের অ্যাপসটি পেয়ে যাবেন । এরপর আপনার মোবাইলে ইনস্টল করে নিন। 

রকেট মোবাইল ব্যাংকিং সেবার যতগুলি ডিজিটাল লেনদেন রয়েছে সকল লেনদেন আপনি এই অ্যাপস এর মাধ্যমে খুব দ্রুত ভাবে এবং সহজ উপায়ে করতে পারবেন তাই এখনই আর দেরি না করে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করে নিন।

DBBL helpline

আপনার যদি ডাচ-বাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বারের দরকার হয়ে থাকে তাহলে 16216 or International Call 09666716216 এই নাম্বার টি ব্যবহার করতে পারেন আপনার ডাচ বাংলা ব্যাংকের যাবতীয় সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবেন।

রকেট একাউন্ট চেক

আপনি যদি রকেট মোবাইল ব্যাংকিং এর একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জেনে রাখা উচিত রকেট একাউন্ট কিভাবে চেক করে।

রকেট একাউন্ট চেক করার জন্য আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন *322# ।  এরপর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে । সেখান থেকে আপনি 5 নম্বর অফশন রয়েছে সেটিকে সিলেক্ট করুন।

এরপর এক নম্বর এজে অপশনটি রয়েছে সেটিকে সিলেক্ট করুন 1. Balance সিলেক্ট করুন। এরপর আপনার রকেট মোবাইল ব্যাংকিং এর পিন নাম্বার চাইবে তখন আর গোপন পিন নাম্বারটি দিয়ে দিন। এরপর সেন্ড বাটনে ক্লিক করুন।  ক্লিক করার একটু সময় পরেই আপনার রকেটে কত টাকা রয়েছে সেটি আপনি জানতে পারবেন।

রকেট একাউন্ট খোলার নিয়ম

ডাচ বাংলা ব্যাংকের রকেট মোবাইল ব্যাংকিং সেবা আপনি কিভাবে আপনার মোবাইলে চালু করবেন তো সেটি বিস্তারিত জানার জন্য নিচের লিংকে ক্লিক করুন পুরো বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে।



(Mobile Banking DBBL) রকেট মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই পোষ্টের নিচে কমেন্ট করতে পারেন । আর প্রযুক্তিবিষয়ক নতুন নতুন পোস্ট পাবার জন্য এই ব্লগটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url